বিপ্লব Poem by Soumen Chattopadhyay

বিপ্লব

আকুল কান্নার সুরে
যে গান গেয়েছো তুমি
রক্তের গভীরে সে সুর রয়েছে আজো
মানুষের গাঢ় সমাবেশে নিজেকে দেখেছি
মনেহয় নশ্বরতা সৃষ্টিতে সৃষ্টির স্থবিরতা
ধ্বংস করে কাদামাটিতে নতুন খেলা খেলে

তারপর মানুষের বুক অন্ধকারেজর্জরিত হ'লে
বিপ্লবের মুষ্ঠিবদ্ধ হাত জেগে ওঠে
একটি সংগ্রামী মহৎ গ্রামের জন্ম দেবে বলে


পৃথিবী জাতিসংঘের এমন গ্রামে
বটবৃক্ষের ছায়ার উপরে
ব্যাথিত কোনো বিষন্ন আকাশ নেই
মেঘ হতে দুঃখ এখানে ঝরেনা কোনদিন

আমাদের আলিঙ্গন ভরেছে শুন্যতা;
পাঁজরের সমূহ অস্তির ফাঁপা হাড
সন্ধ্যার রক্তিম গোধূলি আলোতে
ভালোবাসার মরমীসুরেভাসে

যাবতীয় অস্থিরতা নষ্ট ক'রে
পৃথিবীর মাটিতে নতুন পাত্র গড়েছে জীবন

মুখোমুখি জেগে থেকেপবিত্র আবেগে
বিপ্লব খেলেছে সকল দুর্দিনে
শুভ্র স্বেতাভ রাষ্ট্রের জন্ম দিতে।

স্তব্ধতার প্রবিত্র ভূমিতে
গণহত্যার বিস্ময়ে জেগে ওঠে
মুক্তিকামীদের রক্তরস সিক্ত বীজগুলি
বিপন্ন দিনের শরীরেফুটন্ত ভাতের অভাবে
নেমেছে বিকল্প পথের মাটিতে- রাজপথে

গণমানুষের আস্থার ভিতরে, গোলাবারুদে
বিজয়ী আত্মারা জন্মেছে
নিজেদের অধিকার বুঝে নিতে
ক্ষুধার্ত মানুষ বন্দুকের নলে
নিজের খাবার ছিনিয়ে নিয়েছে বহুবার

পরিকল্পিত সংঘাতে তারা ছুটেছে উৎসের অভিমুখে—
রক্তের অন্তরস্রোতে রয়েছে তোমার গান
মানুষের গাঢ় সমাবেশে
সৃষ্টির সমূহ স্থবিরতা ভেঙে এসো তুমি
মুক্তির সে গান গাও

বিপ্লব
Thursday, January 30, 2020
Topic(s) of this poem: revolution
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success