নারী আছে, তাই আছি। Poem by Arun Maji

নারী আছে, তাই আছি।

Rating: 5.0

নারী আছে বলেই
মানুষ বেঁচে আছে, পৃথিবী বেঁচে আছে।

নারী বুকে সুগন্ধ আছে বলেই
এতো অসুখের মাঝেও সুখ বেঁচে আছে।
এতো আঁধার মাঝেও আলো বেঁচে আছে।
এতো মরণ মাঝেও জীবন বেঁচে আছে।

জীবন, যৌবন আর মরণে
এমনিতে কোন ভেদ নেই।
নারী স্পর্শ বিনা যৌবন, বার্ধক্যের চেয়ে নিষ্ঠুর নয় কি?
নারী প্রেম বিনা জীবন, চৌচির পৃথিবীর আর্তনাদ নয় কি?

নারী নখে, আঁচড় বেঁচে আছে
তাই পুরুষ হৃৎপিণ্ডে, স্পন্দন বেঁচে আছে।
নারীর ডাগর বুকে, উচ্ছ্বাস বেঁচে আছে
তাই পুরুষ চোখে, রামধনু রঙ স্বপ্ন বেঁচে আছে।
নারী নিতম্বে, তরঙ্গ বেঁচে আছে
তাই পুরুষ বীর্যে, সৃষ্টির ক্ষমতা বেঁচে আছে।
নারী কণ্ঠে, শীৎকার বেঁচে আছে
তাই পুরুষ বুকে, অদম্য উৎসাহ বেঁচে আছে।
নারী চোখে, আগুন বেঁচে আছে
তাই পুরুষ জীবন দহনে, অমরত্ব বেঁচে আছে।

নারী স্পর্শে, হয়তো হাত পা পুড়ে না
কিন্তু- হৃদয় পুড়ে ছাড়খার হয়ে যায়
স্বপ্ন পুড়ে একরাশ খাঁ খাঁ শূন্যতা হয়ে যায়।
যে দহন হত্যা করে
সেই দহনই প্রাণ দেয়।
যে আগুন ছাই করে
সেই আগুনই সৃষ্টি করে।

নারী বুকে মরণ আছে
তবুও সে মরণে- তৃপ্তি আছে, শান্তি আছে।
নতুন নতুন স্বপ্নের ঢেউ আছে।
নতুন নতুন কামনার উচ্ছৃঙ্খলতা আছে।
নতুন নতুন রাত্রির উন্মত্ত শীৎকার আছে।

নারী আছে, তাই আছি।
বেশ আছি। ভালোই আছি।
নারী বুকের সুমিষ্ট মধুতে পুষ্ট হয়ে
হেসে কেঁদে বেশ আছি।

© অরুণ মাজী
Painting: William Adolphe Bouguereau Paintings

নারী আছে, তাই আছি।
Monday, April 17, 2017
Topic(s) of this poem: bangladesh,bangla,love,man,passion,woman,womanhood
COMMENTS OF THE POEM
???? ??? ???????? 04 June 2020

খুব সুন্দর, হৃদয় ছুঁয়ে যায়

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success