ধুলো-বালি-পাথর এখানে অসংগত Poem by Bodhisatya Dutta

ধুলো-বালি-পাথর এখানে অসংগত

Rating: 5.0

মুখ খুললেই বিপদ করবে তাড়া
কথা-গাছ খুঁজে পায় না সরস মাটি;
গাছের নীচে ছায়া-সর্পিল ধারা...
পথ ও পথিকে নিত্য ঝগড়া-ঝাঁটি ।

কালের ফলকে সে কোন মহাভাষ্য
পাঠ করবে কে? সবাই নিরক্ষর;
অসম্ভব কী পাঠোদ্ধারের আশা?
সংকেতে নীল ওই অনন্ত অম্বর ।

দূরে সরে সরে যায় সংক্রান্তি রেখা
তবুও দিগন্তে লাগে মায়া-বর্ণালী
সন্ধ্যাদিঘিতে মায়া-মাধবী চন্দ্রলেখা
খর গ্রীষ্মেও শ্যামলিম চৈতালী ।

ভ্রান্তি! কেন? সে কিসের ভ্রান্তি?
ধারণা-জাতক আপাত-ভ্রান্তিমালা;
পথে নামলেই, পায়ে পায়ে সংক্রন্তি
এ জগৎ মহান নাট্যকারের পালা ।

মাটির দেওয়ালে গোরুর গাড়ির চাকা
লাউয়ের মাচাটি নরম মায়ের মতো...
ঠিক বোনের মতোই স্নিগ্ধ বকুল-শাখা
ধুলো-বালি-পাথর এখানে অসংগত ।

Thursday, June 16, 2016
Topic(s) of this poem: descriptive
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success