আগমন Poem by Moloy Mazumdar

আগমন

এতো যুগ পরে তুই এলি আমার এই দুঃস্থ বাতায়নে,
একদিকে পূর্ণগ্রাস
প্রেম ও প্রত্যয়
অন্যদিকে আমি সেই প্রাচীন প্রেমিক আলোড়িত বুকে ।
তপ্ত চুম্বন যতবার ছুঁতে চায় মৃত ঠোঁট
সমাপ্তির অসর্তক আঁধারে
ভয়ার্ত পাখির মতো ছুটে যাই আমি বিরুদ্ধ বাতাসে ।
কত হাজার লাইন লিখেছি তোকে নিয়ে
কালো মেয়ে
কত হাজার লাইন ছিঁড়েছি.সহসা শূন্যতায় ।
গোপন করিনি প্রেম তোর কাছে
ভুলিনি তোর চোখ
কবিতার খাতার মতো চেয়েছিলি আমার গহনে ।
কতদিন বৃস্টিতে ভিজে গেছে তোর হাত
বিমুক্ত সেই হলুদ গোলাপে ।
তোকে দেখেই তো চিনতে শিখেছি তরঙ্গের মেঘ ।
তোকে নিয়ে খুনসুটি দুপুরের রোদে
তোকে নিয়েই ভ্রুক্ষেপহীন এক পৃথিবী
তোকে নিয়েই উন্মাদ আলোর ধ্বনি স্মৃতির আঁধারে ।
যখন হাঁটতে হাঁটতে ক্লান্তি ছেয়ে ফেললো আলো তরঙ্গে
বুঝতে পারলাম ফিরতে হবে ।
স্তিতার এই চরে
হয়তো ফিরে আসবো আবার কোন একদিন ।
তুই এলি
নিঃশব্দে জ্বলে উঠলো দ্বীপের আলো
আমার সমাপ্তির সংকেত হারিয়ে ফেললো শব্দ তরঙ্গ,
শুধু কিছু আলো জ্বলে উঠলো তোর প্রেমে ।

Thursday, November 17, 2016
Topic(s) of this poem: love,love and art
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Moloy Mazumdar

Moloy Mazumdar

Siliguri
Close
Error Success