Moloy Mazumdar

Rookie - 92 Points (29/10/1971 / Siliguri)

Best Poem of Moloy Mazumdar

ফুলের ইস্তেহার -১৬

ফুলের ইস্তেহার -১৬
-মলয় মজুমদার
মনিয়ার জন্য এই দুপুর রাতে জেগে দেখি সীমান্তের নগ্ন শেকল
মনিয়ার জন্য হলুদ ফুল চুরি করে ফিরে আসি একলা মেঘে
কোথায় সে মেঘ? মনিয়ার আঁচলে, তিস্তার ঘাটে, সেবকের
জঙ্গলে । আর আমার এই অচেনা শীতে হিমসকাল ফেরে বারবার,
কখনো ঈর্ষা আর আবিচ্ছিন্ন ঝড়ে গ্রন্থের প্রবচনগুলো নস্ট হয়ে যায়
সব বিলুপ্ত কাব্য চিরকালই অনুচ্চারিত থাকে প্রেমের ভাষাতে
অথচ এই শান্ত বনভূমির দেশে কতবার হলুদ ফুলকে ডেকেছি মনে,
পায়ে পায়ে হাঁটতে হাঁটতে খড়কুটোর মতো উড়ে গেছে আমার প্রেম,
মনিয়ার মন বারবার ফিরে আসে ঈর্ষা নিয়ে দিগন্তের নিবিড়তায় ।
কুয়োতলায় মায়াবী ভোরে পাখির সাথেই ...

Read the full of ফুলের ইস্তেহার -১৬

ফুলের ইস্তেহার -১৫

ফুলের ইস্তেহার -১৫
-মলয় মজুমদার

কত নিঃশব্দে তুমি সরে যেতে পারো আগে জানাছিল না
আমার গোপন কল্পনাতে আসেনি,
প্রবল বিদ্যুতেও অরণ্য দিয়েছি তোমাকে হাতে করে
মাটি আর নক্ষত্র আমাকে উদাস করেছে ফুল আর পতঙ্গে ।
ঢেউ আর উপকূল আমাকে সরিয়ে দিয়েছে,
চিরকালের পরিচিত নদী কবে যে বাঁকে হারিয়ে গেলো,

[Report Error]