অধরা Poem by Rudra Amin

অধরা

অধরা
তোর চোখে চোখ পড়তেই দেখি আরেকটি বিশ্বযুদ্ধ
তোর রেশমী চুলের ঘ্রাণে খুঁজে পাই শান্ত সমুদ্রের সুনামী তাণ্ডব
তোর কোমড় দুলিয়ে হেঁটে চলা মনে করিয়ে দেয় যুদ্ধের মহড়া

অধরা
অমন কোরে তাকিয়ে থাকিস না, পরমাণুর ভয়ে কঙ্কাল হয়ে যাই
শুধু তোর সমুদ্র জলে একটু ঠাই চাই, নিবির্ঘ্ন প্রেম চাই
ধর্মের কলে তোকে বাহুতে জড়িয়ে যুদ্ধমুক্ত পৃথিবী গড়তে চাই

অধরা,
পৃথিবীতে এখন আর পরমাণু অস্ত্র নেই, সুখ ও আভিজাত্যের প্যালেস জুড়ে
নগ্নতাই খুঁজে পাই। পাখিদের কিচিরমিচির সুর নেই, ঝিঁঝিঁ পোকার ডাক নেই

শরতের কাঁশফুলের কোন দোল নেই…
অধরা,
এসো সুখ ও দুখের খুনসুটির ভেলায় সুন্দর পৃথিবী সাজাই

ফরিদ মার্কেট, আজমপুর, উত্তরা, ঢাকা-১২৩০, সকাল: ১১: ০০, ১৭১১২০১৭।

Friday, November 17, 2017
Topic(s) of this poem: bangla,bangladesh
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success