যেদিন সক্রেটিস হলাম Poem by Abdul Wahab

যেদিন সক্রেটিস হলাম

সক্রেটিস হলাম যেদিন
সেদিন হলাম চরম জ্ঞানী
নেমে এলো সত্য জ্ঞান স্বর্গ থেকে এক অহি
আমি যা জানি না
আমি মনে করিনা তা আমি জানি
এ দুনিয়া প্রচুর উন্নতি সাধন করেছে বটে
তবে সাপের খোলসের মতো ছেড়ে গেছে
আমি আমার অজ্ঞতার ষ্টেশনে পোঁছাবার পূর্বেই সব অজানা
চকিতে দাঁড়ায় ঘুরে
উপহাসের সুরে ছুড়ে দেয় বক্রবান
এ ভেকধারী জ্ঞান পাপী
নকল জ্ঞানী দুনিয়া
বলে আমি পরিত্যক্ত, ত্যাজ্য
এক অতীব অদ্ভুত পতিত জমি
যখন আমি বলি
ভরে গেছে
ছেয়ে গেছে আগাছার মতো এ দুনিয়া
উৎপাদন দ্রব্য এখন গাড়ি গাড়ি মিথ্যুক আর
টন কা টন কপট ।
ছাড়া হবে না আমাকে, আমি জানি
তুলে দেবে হাটে এক বাটি হেমলক
মহাআনন্দে পান করে যাবো তবুও বলতে পারবো না, যা আমি জানি না এবং আমি মনে করি না
এ দুনিয়া উঠেছে উপরে
করেছে উন্নতি
যেখানে নেই যৌন সুখ, রক্তপাত আর টাকাকড়ি।

Wednesday, January 25, 2017
Topic(s) of this poem: poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success