হৃদেরও মাঝে, আছো প্রিয়ার সাজে Poem by Arun Maji

হৃদেরও মাঝে, আছো প্রিয়ার সাজে

Rating: 5.0

বাসি নাই; আমি বাসি নাই
আমি কাহারেও ভালোবাসি নাই।
মম অন্তরে; আছো মোরে ঘিরে
চাহি নাই; আমি কাহারেও চাহি নাই।

শত জনমে; মরমে মরমে
রয়ে গেছো- শুধু তুমি আর তুমি।
শত মরণে; গহনে গহনে
জেগে আছো- শুধু তুমি আর তুমি।

ভুলি নাই; আমি ভুলি নাই
আমি তোমারে কোনদিন ভুলি নাই।
অন্তর ঘিরে ছেয়ে আছো তুমি
তোমা হতে মম, কভু মুক্তি যে নাই।

যুগ যুগ ধরে; জপি বারে বারে
তব হৃদয়ের- আদি অনন্ত গীত।
কাল থেকে কালে; হৃদেরও আড়ালে
নাচি তব- মধুর আত্মারও নীত।

দেখি নাই; আমি দেখি নাই
পাহাড় পব্বত বা স্রোতস্বিনী শোভা।
হাতছানি যবে; মুদিয়াছি তবে
মম চক্ষু দেখেনি- গোধুলিও আভা।

শুনি নাই; আমি শুনি নাই
বাসন্তী বসন্তে- বাঁশরীর কোন গীত।
লোভ হয় যবে; কান ঢাকি তবে
মম হৃদে বাজে শুধু তব নুপূরের নীত।

বুঝি নাই; আমি বুঝি নাই
কোন মায়ালোকের মায়াবিনী তুমি?
প্রাচীন মাঝে; সাজো নতুন সাজে
কোন রূপলোকের রূপবতী তুমি?

ওগো হিয়ারও হিয়া; আমার প্রিয়া
দূরে কেন; ওগো এতো দূরে কেন তুমি?
হৃদেরও মাঝে; আছো প্রিয়ার সাজে
তবু তোমায়- এতো খুঁজি কেন আমি?

© অরুণ মাজী Arun Maji
Painting by Henri Guillamune Schlesinger

হৃদেরও মাঝে, আছো প্রিয়ার সাজে
Tuesday, February 28, 2017
Topic(s) of this poem: bangla,bangladesh,beauty,devotion,love,passion,philosophy,poem,sensual
COMMENTS OF THE POEM
???? ??? ???????? 18 June 2020

অনবদ্য সুন্দর, হিয়ারও হিয়া তুমি, হৃদস্পন্দন

0 0 Reply
???? ??? ???????? 02 June 2020

খুব সুন্দর হৃদয়ের কম্পন ।

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success