চন্দ্রদূত Poem by SUJOY MAJUMDAR

চন্দ্রদূত

চাঁদ;
তুমি আমার একটা কথা
পৌঁছে দিও তার কাছে
যখন তুমি জ্যোৎস্না রাতে
খুঁজবে তোমার প্রেমিকাকে।
উদাস মনে তোমার পানে
থাকবে চেয়ে সে যখন
একটু খানি সময় নিয়েই
আমার কথা বল, তখন।
দেখবে তুমি জলটলমল
হরিণ কাজল চোখে
উপচে যেন না পড়ে জল
মাটির ধূলার পরে।

Tuesday, March 21, 2017
Topic(s) of this poem: lonely
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
SUJOY MAJUMDAR

SUJOY MAJUMDAR

Dubrajpur
Close
Error Success