শূন্যতা Poem by Arun Maji

শূন্যতা

Rating: 5.0

তোমাকে ছুঁবো বলে-
ছুঁয়েছি শুধু শূন্যতার মহাকাশ।
তোমাকে পাবো বলে-
পেয়েছি শুধু স্বপনের দীর্ঘশ্বাস।

শ্বাস- তোমার সুগন্ধ খুঁজে বেড়ায়
কিন্তু ফিরে আসে- হতাশার দুর্গন্ধ বুকে করে;
শ্রবণ- তোমার ফিস ফিস শুনতে চায়
কিন্তু ফিরে আসে- চাপা নিঃস্তব্ধতা বুকে করে।

হাত বাড়ালে
হেমন্তের হিম চোখে, অনুভূতি হিম হয়ে যায়।
হৃদয় বাড়ালে
নিঃশব্দের নিস্পৃহতায় ভালোবাসা নীল হয়ে যায়।

ওহে ঝম ঝম বৃষ্টি
প্রিয়ার- নিক্কন কেন তোমার বুকে?
ওহে মর্মর পল্লব
প্রিয়ার- কলরব কেন তোমার বুকে?

প্রিয়া- ছুঁয়ে দাও; ছুঁয়ে দাও;
একটু ছুঁয়ে দাও আমার এ বুকে;
শুধু শূন্যতা; শুধু নিঃস্তব্ধতা
প্রিয়া নেই; প্রিয়া নেই আমার বুকে।

Poem © অরুণ মাজী Arun Maji
Painting: Raja Ravi Verma

শূন্যতা
Sunday, April 16, 2017
Topic(s) of this poem: bangladesh,hurt,love,passion,bangla
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success