কর্মযোগ Poem by Arun Maji

কর্মযোগ

Rating: 5.0

জীবনের পথে হাঁটছো,
অথচ দেখছো যে- সে পথে কোন কাঁটা নেই;
সে পথে কেবল গোলাপ আর গোলাপ!

থামো হে বন্ধু, থামো এখনই।
এখনই বসে ভাবো-
'এ পথ ঠিক পথ তো?
এ পথ নরকের পথ নয় তো'?

যে সুন্দরের বুকে কাঁটা নেই
সে ছদ্মবেশী নরক!
যে নারীর বুকে বিষ নেই
সে ছদ্মবেশীনী মায়াবিনী!

যা কিছু সুন্দর আর নির্মল এ ধরিত্রীর
তার বুকে কাঁটা থাকবেই।
যা কিছু মঙ্গলময় আর নিরাময় প্রদায়ক
তার যাত্রাপথ ভয়ঙ্কর হবেই।

কে জানে কত সমুদ্র ঘাম
আর কত সমুদ্র রক্ত ঝরিয়ে
কত সহস্র বছর ধরে, ঈশ্বর- এ মহাবিশ্ব গড়েছিলেন!
যারা বিশ্বাস করে-
ঈশ্বর এক নখের আঁচড়ে এ মহাবিশ্ব গড়েছিলেন
আমি তাদের দলের কেউ নই।
আমি কর্মযোগী, তাই বিশ্বাস করি
ঈশ্বরও এক কর্মযোগী ছিলেন!

যে যন্ত্রণা ঈশ্বর নিজে ভোগ করেন নি
সে যন্ত্রণা- ঈশ্বর মানুষকে দেন নি।
যে মা নিজে, অনাহারে আগে ভোগে নি
সে মা তার সন্তানকে অনাহারে ভোগায় নি।

ঈশ্বরকে বিশ্বাস করো
অথচ কর্মে বিশ্বাস করো না-
সে বিশ্বাস, ছদ্ম ঈশ্বর বিশ্বাস নয় তো?

© অরুণ মাজী
Painting: William-Adolphe Bouguereau

কর্মযোগ
Monday, April 24, 2017
Topic(s) of this poem: god,hardship,karma,labour,poem,work
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success