এখন সময় Poem by BISWAJIT KHAN

এখন সময়

আজকে সময় উদ্ভ্রান্ত, অলস তোমার বাতাস,
আজকে জীবন উচ্ছৃঙ্খল, ব্যর্থ তোমারপ্রয়াস।
এক জীবনে অনেক জীবন এই না হল সত্য,
অনেক জীবন একের ভিতর বৃথাইমদমত্ত ।
কী চাই কার, কী হবে কে এসব ভাবনা মিছে।
গতানুগতিক পথ চলা তাই সবাই সবার পিছে।
পরের কথা মাথাব্যথা এই তো যুগের হাওয়া,
পরের তরে প্রত্যেকে, আর তাই কি না পর হওয়া!
আত্মমগ্ন নগ্ন জীবন, নগ্ন জীবন পাত,
শঠ সততার সম্পর্ক, যেন অমোঘ ধারাপাত!
অর্থ যদি অনর্থই তবে অর্থ কেন যোগ্যতায়,
আজকে রাহুমুক্তি তো সেই অনর্থেরই স্বার্থকতায়!
সময় শুধুই সময় দেখায় সময়েরই বেড়াজালে,
সময় তবু পেরিয়ে যায় মধ্যরাতে-ভোর সকালে।
চঞ্চল স্বপ্নেরা স্বপ্ন বিভোর, তবু স্বপ্ন ফেরি চলে;
অবিরত স্বপ্নেরা ভীড় করে মেশে দুঃস্বপ্নের দলে ।
কখনও যদিও জীবন থামে ঘামে ভেজা সরণীতে,
কপালের দু'ফোঁটা ঘামের বিন্দু প্রতিদান ধরণীতে ।
যেন দিয়ে ফেলে সর্বস্ব, অথচ সর্বহারারই দল!
ভিক্ষাবৃত্তি জীবন যাপন সব বিলানোর ছল ।
সামাজিকতার বাঁধ ভেঙেছে আড়ম্বরের আস্ফালন,
নীতির ভিড়েই নৈতিকতার মুহুর্মুহু পদস্খলন ।
কোথায় দিলে শিক্ষা তোমার, কোথায় জীবনবোধ?
আত্মঘাতী হায় এ জাতি, অপরাধী যে বিচারবোধ!
আজকে তবে মুক্তি খুঁজতে তোমার কীসে দায়?
নতুন সকাল ডেকেই ফিরুক, আমারটুকুই চাই! !

এখন সময়
Sunday, December 29, 2019
Topic(s) of this poem: reality
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success