পরিত্রাণ Poem by Md. Ziaul Haque

পরিত্রাণ

পরিত্রাণের খোঁজে প্রায় সকলে,
কেউ চায় বিপদমুক্ত হতে,
কেউ আবার চায় মুক্তি দেহ হতে,
গৌতম বুদ্ধের মতন!

পরিত্রাণ চাইলেই কি আর যায় পাওয়া?
বিধির লিখন কি আর যায় খণ্ডানো?
কর্মফলের এই অদ্ভুত চক্রের জালে,
সবাই পড়ে, ঘুরে জীবন ও মৃত্যুর চাকা!

স্রষ্টার প্রেমে পড়লে যে মানসিক প্রশান্তি মিলে,
হয়তো ‘পরিত্রাণ' তাকেই বলে, কে জানে?

- অন্ত্যমিলহীন দশপদী কবিতা

Saturday, September 23, 2017
Topic(s) of this poem: salvation
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success