এত লাশ কোথায় গেল? Poem by Raj Reader

এত লাশ কোথায় গেল?

Rating: 5.0

এত লাশ কোথায় গেল?
আমাদের ত্রিশ লক্ষের বেশি লাশ কোথায় গেল?
মায়ের পেটেই যে শিশুটি থেকে গেল সে কোথায়?
যাদের পরিচয়পত্র ছিল না তাদের লাশ কোথায়?

পানিতে ভাসছিল যে লাশ...মিশে গেল পানিতে পানিতে
মাটিতে পুঁতে দিল যে লাশ...মিশে গেল মাটিতে মাটিতে
আগুনে পুড়ে গেল যে লাশ...ছাই হয়ে উড়ে গেল বাতাসে বাতাসে
যে লাশের কিছুই হলো না...পড়ে রইলো
চলে গেল শকুনের পেটে পেটে
এমন লাশের হিসাব কে দিতে পারে?

আমার কাছে লাশেদের হিসাব নাই...আছে মানুষের খোঁজ
আমার কাছে মাথার খুলির হিসাব নাই...আছে মায়া-মমতার
আর এসব গণনা করবে কোন মায়ের লাল?

কান পেতে দেখো
সময়ের দেয়ালে
বোমার ঝলকানিতে
তরবারির রক্তে
ভেসে যাওয়া নদীতে
মিশে যাওয়া মাটিতে
জোয়ার আর ভাটিতে
শুনতে পাবে লাশেদের কথা
কান পেতে দেখো বাতাসে
পেয়ে যাবে খোঁজ মানুষের
পেয়ে যাবে খোঁজ লাশেদের।

লাশেরা কথা বলে না।
তুমি যে দেখেও দেখো না—তাই তুমি লাশ
তুমি যে লাশেদের কথা বলো না—তাই তুমি লাশ
লাশেদের রুহু যে তোমার শরীরে প্রবেশ করে না—তাই তুমি লাশ
আমার সামনে দাঁড়িয়ে থাকা তুমিই জিন্দা লাশ।

এত লাশ কোথায় গেল?
Monday, February 17, 2020
Topic(s) of this poem: poem
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 18 February 2020

কান পেতে দেখো সময়ের দেয়ালে বোমার ঝলকানিতে তরবারির রক্তে ভেসে যাওয়া নদীতে মিশে যাওয়া মাটিতে......................./// অসাধারণ প্রকাশ ভঙ্গি /// অনবদ্য লিখনি

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success