মানুষ পৃথিবীর কেন্দ্র নয় Poem by Malay Roy Choudhury

মানুষ পৃথিবীর কেন্দ্র নয়

মানুষ পৃথিবীর কেন্দ্র নয়
সাপকঙ্কাল বাঁশের সাঁকোটা কে আগে পেরোবে
কাঠ-ফড়িঙের কাঁচপাখা নূপুরে অন্ধ
পথপ্রদর্শকের হাত ধরে মিনিটে-মিনিটে পালটেছে প্রতিবিম্ব

পাখিডাক-লুকোনো সাইকেল-চেনে পিটিয়ে-মারা যুবক
যে এসেছিল পাহাড় ফাটিয়ে প্রতিধ্বনি বের করে আনবে ভেবে
দুর্গা টুনটুনির ডানা ঝাঁকানো ড্রামকাঠির তালে-তালে ঝরছে

কুস্তিরত কাঁকড়াদের ঘোড়া-ঘোঁতঘোতে বালিতীর বরাবর
ছোঁ-নাবা চিলের পরিযায়ী একাকীত্ব গা থেকে ঝেড়ে ফেলে
রোদ-নিকোনো বাতাসে ঝুলে আছে হাইটেনশন দিগন্ত

খড়খড়ি-তোলা পাঁচ-ভাঁজ আলোয় পড়ে আছে গোমড়ামুখ লাঙল
এই ভেবে যে সবার ওপরে পোকামাকড় ঘাসপাতাও সত্য

Friday, April 3, 2020
Topic(s) of this poem: human condition
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success