আমায় বাঁচতে দাও Poem by Bikash Santra

আমায় বাঁচতে দাও

একটু ক্ষনিকের আনন্দে মা
আমি এসেছিলাম ঘরে,
তবু তুমি মুখ লুকাতে আজ
কেনো মারলে আমারে.
আমার চেয়ে লজ্জা বড়ো
আজ কি করে হলো,
ভ্রূণটাকে মেরে ফেলো
কেমোনে তুমি বলো?
অনেক যুদ্ধ করার পরে
আমি এসেছিলা মাগো,
তুমি আজ বলো মোরে
"তুমি এখন ভাগো".
বাবা বললেন 'নষ্ট করো
তোমার পেটের বাচ্চা',
বাবার কথা শুনে তুমি
বলে দিলে হ্যাঁ আচ্ছা.
তোমাদের আনন্দের জন্য
নিলে আমার জীবন,
অবহেলায় নর্দমায় আজ
পড়ে আছি মা এখন.
বাবা এখন পারবে না
বিয়ে তোমায় করতে,
তাই আমায় তুমি কেমোনে
পারছো মাগো মারতে.
(ভ্রুণহত্যা বন্ধ করুন, নতুনকে হাঁসিমুখে স্বাগতম জানান)

আমায় বাঁচতে দাও
Saturday, May 5, 2018
Topic(s) of this poem: social
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Bikash Santra

Bikash Santra

Nalikul
Close
Error Success