কবি বন্দনা Poem by Bikash Santra

কবি বন্দনা

Rating: 3.0

সবার সেরা কবি তুমি
তুমি যে রবীন্দ্রনাথ,
তোমার কলমের লেখায়
ছিলো না জাতপাত.
অনেক লেখাই লিখেছো
তুমি সারাজীবন ধরে,
আজকের এই শুভদিনে
জানাই প্রনাম তোমারে.
দেশ বিদেশের অনেক কথা
লিখেছো তোমার লেখায়,
আজ তুমি দূরে হলেও
আছো সবার মনিকোঠায়.
নোবেল জয়ী কবি তুমি
বিশ্বজুড়ে তোমার নাম,
তোমার সৃষ্টির পারবেনা কেউ
কোনোদিনো দিতে দাম.
আজ বিশ্বজুড়ে উৎসব তাই
সবাই করছে নাচগান,
আজ আনন্দের সবটুকুতেই
রয়েছে তোমারই দান.
আজ তাই আমার লেখায়
করি তোমারই জয়গান,
আমার কাছে তুমি কবি
আজ হলে অনেক মহান.
(আজ আকাশে, বাতাসে ভেসে আসছে শুধু রবি ঠাকুরের গান, কেউবা গায়ক আবার কেউ বা নৃত্যশিল্পী, তবে সে যেই হোকনা কেন.সবেতেই রয়েছে কবিগুরুর ছোঁয়া)
তোমায় প্রনাম)

কবি বন্দনা
Wednesday, May 9, 2018
Topic(s) of this poem: rabindranath tagore
POET'S NOTES ABOUT THE POEM
Rabindranath Tagore Birth Day
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Bikash Santra

Bikash Santra

Nalikul
Close
Error Success