আজকের ভারতীয় নারী Poem by Bikash Santra

আজকের ভারতীয় নারী

আমার এই মহান ভারতে
আজ সবি হয়েছে স্বার্থের,
আজো তারা পায় না খেতে
পাশে নেই কেউ দুখীদের.
এই শীতেও পায়না তারা
সম্পূর্ণ পোশাক কিনে পড়তে,
তাই আজো ঠান্ডায় নগ্ন গায়ে
এভাবেই তাদের হয় মরতে.
যাদের আছে তারা আজো
শরীর দেখাতে কেবলই চায়,
কাটা পোশাক পড়ে সে বলে
কেমোন লাগছে গো আমায়.
উন্নত সমাজের নারীর লজ্জা
আজ গিয়েছে স্টাইলে ভোরে,
হিন্দু নারী শরীর দেখিয়ে
কেনো উত্তেজিত করে সবারে.
মনকে সুন্দর না করে কেনো
আজ নোংরা পোশাক পড়ো,
ভুলে যেওনা সারা পৃথিবীতে
একদিন হিন্দু নারী ছিল বড়ো.
আজ তা নারী নিজের হাতেই
বদনাম করছে নিজেদের নাম,
এভাবেই চললে সারা পৃথিবী
দেবেনা হিন্দু নারীর দাম.
(#সারা পৃথিবীর মানুষ হিন্দু নারীকে সম্মান করে, তাদের নম্র, ভদ্র ও লাজুক চরিত্রের জন্য, যা ভারত ছাড়া কোনো দেশে নেই.আজ শুধু বাইরের দেশের মতো তোমরা নিজেদের সাজাতে গিয়ে নিজের সুনাম বদনামে পরিনত করছো.এমন কিছু কোরোনা যাতে লালায়িত নজরে সবাই তোমায় দেখে, এমন কিছু করো যাতে সকলে সম্মানের চোখে তোমায় দেখে.#)

আজকের ভারতীয় নারী
Saturday, May 12, 2018
Topic(s) of this poem: changes
COMMENTS OF THE POEM
bhaskar rao 21 May 2018

modern hote chai ajker nari.

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Bikash Santra

Bikash Santra

Nalikul
Close
Error Success