চাঁদের মতো হাসি তোমার
আমার আকাশ জুড়ে
মেঘে মতো অভিমান তোমার
আমায় কাছে পেয়ে
বৃষ্টির মতো জোরসে জল
আমায় হারিয়ে ফেলে
তরঙ্গ মতো ছুটে চলো
আমাকে না পেলে
চুল গুলো তোমার পাতার মতো
আমায় ঘিরে রাখে
হাত গুলো তোমার আকাশের মতো
আমাকে আগলে রাখে
চেহেরা তোমার ফুলের মতো
আমার নয়নে ভাসে
চোখ দুটো তোমার পৃথিবীর মতো
একটু বৃষ্টি হলে ভাসে
তুমি যুদি চলে যাবে
আমায় সাগরের মাঝে রেখে
তবে কেন ভালোবাসে
বাসতে শুকিয়ে ছিলে
ভালোবাসি বলে কেন
আমায় কাঁদিয়ে গেলে
লিখেছেন তাহমিদ বাশার
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
Nice poem bbu you are greate writter