প্রেমের নেশায় Poem by Tahmid Bashar

প্রেমের নেশায়

Rating: 5.0

ইশ কি সুন্দর যে তুই
যার তুলনা হয় না কিছুই
টোল পড়া ঐ হাসি
আমি খুব ভালোবাসি
ডুবেছি তোর প্রেমের নেশায়
কাটবে না এ ঘোর সহসায়

শতকোটি মানুষের ভিড়ে
আমার যে তুই আপন শুধুই
উড়বে আমার এ মনের শহর
অচেনা শোকে
না পেলে তোকে
দিবি কি আমায় একটু ঠাই
তোর মনের ওই সীমানায়
কে আর আছে যে বল
যাকে ভেবে আমার চলাচল

আঁধারের মাঝেও যে তুই
জোছনা নামাস
আমায় ভাষাস
জ্বলছে আমার ইচ্ছে গুলো রোজ
তোকে পাওয়ার, একটু ছোঁয়ার
থাকতে যে চাইসারাটি সময়
তোর মনের ঐ পাহারায়
পূর্ণিমা তোর কাছে
দেখ হেরে যে বসে আছে


লিখেছেন তাহমিদ বাশার

Friday, June 8, 2018
Topic(s) of this poem: love and life
COMMENTS OF THE POEM
Hafsa Sarker 08 June 2018

Nice poem bbu you are greate

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Tahmid Bashar

Tahmid Bashar

Mirpur Dhaka Bangladesh
Close
Error Success