নিকোটিন Poem by Tahmid Bashar

নিকোটিন

Rating: 5.0

কোনো এক রাতের কিছু লুকোনো দীর্ঘশ্বাস ছিল

ধরা ছোঁয়ার বাইরে থাকা কিছু গল্পেরা জেগে ছিল

প্রিয় গানটার সুরের মাঝেও ছিল তার আসা যাওয়া

এই অবেলায় কেনো এভাবে আমার একলা হয়ে যাওয়া

আজোও কেনো কেউ ছায়া হয়ে পাশে ধীর পায়ে হাঁটে

সে হীনা সব ঘোরগুলো কেন নিকোটিনেই কাটে

ভালোবাসি বলে জড়াবো মায়ায় স্বপ্ন একে রাখি

অনেক আড়ালে সরে গেলেও তোমার মাঝেই থাকি


তোমার শহরের কোণে কেউ মায়া জমায় কি?

আমি এখনো ভাবি সেই তোমাকে ফেরানো যাবে কি?

সেই নীল শাড়ি আমার বাড়াবাড়ি মনে পড়ে কি?

জোনাক পোকারা তোমায় এখনো আর গল্প শোনায় কি?

কার চোখে কি স্বপ্ন এঁকে আজ নিজেকে হাসাও

কোন আড়ালে লুকাও তোমায় তুমি কেমন চোখে তাকাও

কখনো কি আর একলা লাগে তোমার আমার কারণে?

যদি লাগে তবে কি ভুলে আমাকে হারালে?

আমারো খুব একলা লাগে আজ তোমার কারণে?

সত্যি বলছি আর যাবো না আবারো ফিরে পেলে

তবুও যদি একলা লাগে খুব আমার অভাবে

পাশে চেয়ে দেখো আছি আজোও আমি

তোমার ছায়া হয়ে

Friday, June 15, 2018
Topic(s) of this poem: sad love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Tahmid Bashar

Tahmid Bashar

Mirpur Dhaka Bangladesh
Close
Error Success