সেই ৪৭ এই আগস্টে Poem by Sourav Roy

সেই ৪৭ এই আগস্টে

একাত্তর বছর কেটেগেছে,
এক মা তার শতশত সন্তান কে হারিয়েছে;
আজও সে আড়ালে চোখের জল ফেলে,
এখনো তার শরীর থেকে রক্ত ঝড়ে।
গোলা, বারুদ, কার্তুজ কতই না ছিল বাহার,
এখন আধুনিকতার ধাঁচে পরমানু হাতিয়ার।

এখনো রাতের গভীরে একলা পথ চলতে ভয় হয়।

যারা শান্তি চেয়েছিল...
বেঁছে বেঁছে তাদের কাছে চির-শান্তি এসেছিল;
নির্বাক বৃক্ষ-তরূ, উত্তাল ঢেউ, শুষ্ক মরু -ও রেহাই পাইনি,
লোভের বলি হয়েছিল কতজন, খবর পাইনি।
নৃশংসতা এখনো স্বাধীনতার নামে শোষণ চালায়,
শাসনের নামে এখনো সত্যেরা চোখ বুজে রয়।

এখনো রাতের গভীরে একলা পথ চলতে ভয় হয়।

যে মানুষ নিজেকে সভ্য বলে...
স্বার্থপরতায় সাম্প্রদায়িকতা নিয়ে লড়ে।
এখনো বুকের ভেতর রক্ত জমে, মাটির উপর পড়ে থাকে রক্তমাখা কলম;
সেই প্রাক ৪৭, আর এই আধুনিক আগস্ট - তফাত খুবই কম।
অগে অশিক্ষিতের মগজ ধোলাই - এখন শিক্ষিতের লড়াই,
সমাজ এখন অর্থে পরাধীন: মূল্যহীন রক্তঝড়া স্বাধীনতাই!

এখনো রাতের গভীরে একলা পথ চলতে ভয় হয়।

অসহায় মানুষগুলো এখনো শহীদ হয় - বিপ্লবীরা মোমবাতি নিয়ে মিছিলে যায়,
প্রতিবাদ, বিচার চায়, কদিন পর সমস্ত বিপ্লব থেমে যায়।
এখনো সেই মা আক্রান্ত হয়, চোখের জল বিক্রি হয়, শত শিক্ষার্থীর রক্তে সত্যের জপ হয়,
এখনো রাতের গভীরে একলা পথ চলতে ভয় হয়।

_©সৌরভ রায়

সেই ৪৭ এই আগস্টে
Wednesday, August 15, 2018
Topic(s) of this poem: social
POET'S NOTES ABOUT THE POEM
Happy Independence Day, India,15 th Aug.2018.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Sourav Roy

Sourav Roy

Kolkata(Gobardanga) , India
Close
Error Success