ব্যক্তিগত অন্ধকার আজ
স্পর্শ করে গোধূলি আলোর সন্ধ্যা
অসমাপ্ত অনুভব নির্জনে
প্রাকৃত জীবনে নিহিত
স্নায়ুর গভীর গ্রন্থিগুলি ছুঁয়ে
আত্ম জিজ্ঞাসার মুখোমুখি হয়
দূরের দিগন্তে ফুটে ওঠে স্মৃতিপথ
জেগে ওঠে অতীত তৃষ্ণার ঘুমন্ত প্রান্তর
শেষের নক্ষত্র লোকের সময় হীনতা—
নিজস্ব গল্পের ক্লান্তির ভূমিকা এভাবে
ক্রমশ সত্যের বিমূর্ত অস্তিত্ব ঘিরে
অতিক্রম করে ভাঙা অন্ধকার
আকাশে বাতাসে বাজে সেই শৃঙ্খল
প্রাণের জৈবিক মূর্তির
দুঃখের গোপন ছায়া
বিবর্ণ আঁধার সবই মিলিয়ে যায়
এই জীবিত ভূমির চেতনার রক্তবীজে
ব্যক্তিগত অন্ধকার পড়ে থাকে
অনন্ত পথের পশ্চিমী স্তব্ধতা জুড়ে
মানুষের সকল চেতনা ছুঁয়ে
Wednesday, February 24, 2021