এসো কমরেড Poem by Soumen Chattopadhyay

এসো কমরেড

ব্যাথার পাথুরে মাটি নিয়ে
এখানে সুবর্ণরেখা ওড়ে
শেষ আলোটুকু ক্ষণে ক্ষণে
ছুঁয়েছে নিথর দুঃখজল

পৃথিবীর দীর্ঘতম রোদ শুষে অস্পষ্ট জীবন
উৎকীর্ণ হয়েছে নিঃস্ব আকাশ অবধি

অবিরল মহুয়ার গন্ধে বনপলাশের আদিম যুদ্ধের
প্রতিধ্বনি ভেসেছিল অন্ত্রনাড়ির বিদ্যুৎ ভাঙা দেহগর্ভে

আজ দূর শূন্যে স্বপ্ন ভাঙে
শুকনো শিমুল আঁকাবাঁকা কুলতল কঠিন প্রান্তরে কাঁপে

কে আছো আমার কাছে এসো
অস্থির হাওয়াই উড়ে গেছে
করুণ ঈশ্বর
দিগ্বিদিক দানবিক আগুন ঝলসে দিয়েছে শস্যের ক্ষেত

সন্ধ্যাকাশে বুনোফুল কাঁদে
জরায়ুর ম্লান বীজে বংশ নষ্ট হয়
লেনিনের বিশ্বাসের বিপরীতে হেঁটে

কে আছো প্রকৃত কমরেড
বাঁচাও আমাকে
এমন দুর্দিনে

মরমী বিশ্বাসে আমি সেই বিদুষক খুঁজি যার
দ্বিধাহীন দৃপ্ত পদক্ষেপ- বুটের চূড়ান্ত শব্দ
পাখির উৎসাহ এনে দেবে শান্ত ঘরে

কমিউন ভেঙে ভেঙে অনেক দালান
গড়েছে আমার রক্তমাংসে

কে আছো প্রকৃত কমরেড এসো আজ
আমার মায়ের কাঁকনে ঝংকৃত হোক
তোমার বিশ্বাস

বহুদিন রান্নাঘরে ফুটন্ত ভাতের শব্দ শুনিনি আমরা

গুপ্ত বিষে হত্যা করে কমরেডের মুখোশ পরা বহু মুখ
সেই মুখ আমি ঘৃণা করি

বুলেট ও বিস্ফোরক নিয়ে তুমি এসো
আসমুদ্র হিমাচল আমি সঙ্গে আছি

এসো কমরেড এসো, ব্যাথার পাথুরে মাটি বুকে
বহু দুঃখজল জমে আছে

কুয়াশার ঘন বনে সৌম্যমুখ গুলি
তোমার বুটের শব্দ খোঁজে

এসো কমরেড
POET'S NOTES ABOUT THE POEM
Revolution
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success