রাষ্ট্র যন্ত্র Poem by Soumen Chattopadhyay

রাষ্ট্র যন্ত্র

মানুষের অকৃতজ্ঞ হাতেই তবে কি
ছিলো ক্ষয়বীজ
শ্মশানের দাহদণ্ড নেভেনি এখনো
মরাক্ষরা রক্তগন্ধ মুখ
প্রতিধাপে হয়ে গেলো অচ্ছুৎ মানুষ
শৈশবে যে হাত বিলিয়েছে স্নেহতাপ
সে আজ কেবল তীব্র ত্রাস

ধর্মধ্বজাদণ্ড
ভেক বেশে শ্মশানের দাহদন্ডে স্বাধীন রাষ্ট্রের
দেবতাকে মুখোমুখি করোনা বিষাদ
নিঃশব্দে পোড়ায়

শব্দ নেই শুধু বহুবিষ পান করে বসে আছে সক্রেটিস ছায়াটুকু

তোমাকে পোড়াবে বলে নদীর কিনারে আজ অরণিমন্থন

গাঢ় ছায়া নেমে এলো বড়ো দুঃসময়
কঠিন পুরুষ বৃক্ষ পুড়ে যায় মূর্খ রাজার ঘুমন্ত দেশে

পথ চলে অগণন স্ফীত পৃথিবীর বনপাড়ের কঙ্কাল
কে যে কার খুলি নিয়ে খেলে
জনমানুষের রৌদ্রবাষ্পে
সেইদিকে চেয়ে আছে ত্রস্ত শিশু চোখ
শতখাতে বয়ে যায় নির্বর্ণ জীবন স্রোত শূন্য নদীচরে

মুখ ঢেকে চলে যাচ্ছি তদন্ত বিহীন
সেঁজুতির আলো নিভে গেছে
পড়ে আছে ধূ ধূ পোড়া মাঠ
শকুনের ছায়া কিলবিল করে ঘুমের ভেতর

শ্মশানের দাহদন্ড নেভেনি এখনো
আদ্র আঁধারে শুয়েছে শিশু আর বৃদ্ধ
মাঠের পশ্চিমে তাদের ফেরানো মুখ
রক্তগন্ধময়

ভূচিত্রে হার্মাদ পা রেখেছে
উৎসাহী বাসনা রাজ কাজের ডুবন্ত অন্ধকারে রয়ে গেল
তবে কি গোপনে গোপনে অস্তের ভেতরে জাগ্রত মানুষের ভূল ছিল
মানুষের অকৃতজ্ঞ হাতেই তবে কি
ছিলো ক্ষয়বীজ

রাষ্ট্র যন্ত্র
POET'S NOTES ABOUT THE POEM
Revolution
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success