ছুয়ার মা Poem by Raja Rayhan

ছুয়ার মা

হরবড়িয়ে উঠছে ধুয়া
কোথায় রান্না কোথায় বুয়া
কোথায় পুকুর কোথায় কুয়া
বউয়ের কোলে কান্দে ছুয়া
শেওড়া তলে ভূতের খাবার
যা ভূত যা খাইতে আহার
খুকু সোনা কাদে দুধ খাবে চাঁদে
ওরে আমার ছইলের মা
ধরব কি তোর দুইখান পা
ক্ষুদার জ্বালায় বাঁচি না
ওরে আমার ছইলের বাপ
দেখাও তো খুব ভাব
রান্না ঘরে ডাংনা ধরে
রেধে একবার দেখাও না
ওইটা আমি খুবই পারি
ডাল ঘাটতে ভাঙছি হাড়ি
মসলা দিয়ে রাধছি ভাত
গরম তেলে মাছ ভাজতে
পুরছি শুধু দুইখান হাত
বুঝছি তোমার বাহাদুরি
এবার গিয়ে খাও মুড়ি
ভাত কপালে জুটবে না
ওরে সোনা দুধ কপালে
কান্দে যা তুই রাত সকালে
তোর মায়ে যেন ঘুমায় না….

১৯/৩/২০১৮

Wednesday, October 17, 2018
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success