প্রাণ- সামিউল আসাদ Poem by Samiul Asad

প্রাণ- সামিউল আসাদ

Rating: 5.0

এদেশ আমার মা,
এ মাটি আমার প্রাণ;
এদেশের ধুলিকনা
আমার রক্ত সমান।
জল আমার প্রাণের প্রদীপ,
গঙ্গা তারি দান;
রৌদ্র আমার আঁধার বুকে,
আলোর জয়োগান।
বাতাস আমার উষ্ণ দেহে
জুড়ায় মন প্রাণ;
বৃক্ষ তাহার ডালের শাখায়,
নিত্য তোলে গান।
সবুজ দিয়ে সজ্জিত করে,
আমারি আপন প্রাণ।
বাংলা আমার মায়ের বুলি,
এরি সুরে মোর গান।
জীবন বাঁধা এরি সাথে,
যত দিন আছে প্রাণ।

POET'S NOTES ABOUT THE POEM
এদেশ আমার মা, এ মাটি আমার প্রাণ...
COMMENTS OF THE POEM
Md. Khokon Miah 16 November 2021

Onek onek valo lagse. Samne aro kiso asa korsi

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success