পার্থক্য -সামিউল আসাদ Poem by Samiul Asad

পার্থক্য -সামিউল আসাদ

আমার দেশের পথের ছেলে,
সারাদিন কষ্টে থাকে।
রাত হলে সে ঘুমিয়ে পড়ে,
আজ এখানে তো কাল সেখানে।
রাস্তার ধারে গলির পাশে,
বাহুতে মাথা ভর করে।
আবার আছে বাবুর ছেলে,
খাট পালংকে শয়ন করে।
গা একটু গরম হলে,
ডাক্তার কবিরাজ উপচে পড়ে।
পথের ছেলের জ্বর হলেও,
দেখতে আসে না কেউ এগিয়ে।
অসুখে পড়ে ক্ষুধার জ্বালায়,
মরে সে তখন ধুঁকে ধুঁকে।

পার্থক্য
        -সামিউল আসাদ
POET'S NOTES ABOUT THE POEM
আমার দেশের পথের ছেলে, সারাদিন কষ্টে থাকে। রাত হলে সে ঘুমিয়ে পড়ে, আজ এখানে তো কাল সেখানে...
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success