আমি এসেছিলাম Poem by Raj Reader

আমি এসেছিলাম

Rating: 5.0

বৃষ্টির অভাবে উন্মাদ গ্রামবাসী যখন

একাগ্র চিত্তে আমার নাম ধরে ডেকেছিল;

যখন আমি বহুদূর হতে ঝলকানো আলো হয়ে

নেমে এসেছিলাম মর্তে; রাতের কালো আঁধার

দু'হাতে ভেদ করে এসেছিলাম

তোমার আদিম নৃত্য দেখতে; গভীর সঙ্গমে

ভূষিত হয়েছিলাম দু'জনে।

সেদিন তোমারই শরীরে ফোঁটা ফোঁটা

বৃষ্টি হয়ে ঝরেছিলাম।

আমি এসেছিলাম
Sunday, May 5, 2019
Topic(s) of this poem: myth
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 05 May 2019

excellent poetic expression..................///

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success