এক কাপ চা Poem by Raj Reader

এক কাপ চা

Rating: 5.0

চোখ মেলে দেখি সকালের সূর্যটা জানালা ভেদ

করে আমার মুখে এসে থেমে গেছে

প্রতিরাতে ভাবি জানালার পর্দাটা টেনে দিব

কখন যে কাল ঘুমিয়ে গেছি মনে পড়ছে না

উঠি বিছানা ছেড়ে

পানি গরম করতে দেই

চায়ের জন্য

পানি ফুটতে থাকে স্মৃতির মতো

বেসিন দিয়ে গড়িয়ে চলে যায় অতলে

অতীতের মতো


চা ঢেলে নেই

ব্যালকোনিতে দাঁড়াই

এক চুমুকেই মন ভরে উঠে

সেদিন সকালেও উঠেছিল

যেদিন এক পেয়ালায়

দু'জনে চুমুক দিয়েছিলাম

এক কাপ চা
Tuesday, May 7, 2019
Topic(s) of this poem: verse
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 07 May 2019

beautiful re-creative morning awakening with self activeness through the past...///

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success