চাতক Poem by Raj Reader

চাতক

Rating: 5.0

এই যে দেখা যায় চপলা এক নদী;

আগের থেকে একটু ক্ষীণ;

তবুও ঠিকঠাকই বয়ে চলেছে।

এই যে শূন্যে ছুটে চলে রুপসীঝর্ণা-

পথিকের তেষ্টা পেয়ে যায় তাকে দেখে।

তার উপর দিয়েও উড়ে গেল চাতক।

একটু দূরেই কিছু ধবল বক বিলের জলে নৃত্য করছে;

ছলাত ছলাত শব্দ চাতকের কানে বাদলের গর্জনের মতই শোনায়।

আরেকটু দূরে—বহমান কৃত্রিম ফোয়ারার নীচে

মাথা ভিজিয়ে চলেছে এক কালো কাক।

ক্লান্ত চাতক আর পারছিলো না,

ডানা ভারি হয়ে আসছিলো।

মেঘ ফুঁড়ে একবার যেতে পারলে হয়তো…

এমনটাই ভাবতে থাকে চাতক।

আয় বৃষ্টি।

আয় তেষ্টার জল।

নিয়ে আয় শ্রাবণঢল।

যেন সিক্ত হয় পিপাসু চাতক;

সিক্ত হয় আমার আঁখি;

সিক্ত আঁখি হয় সজল।

চাতক
Thursday, May 9, 2019
Topic(s) of this poem: bird loving
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 09 May 2019

superb imagery poem/// love it

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success