শেষের শুরু Poem by nafis shadhin

শেষের শুরু

বহুদিন বহুপথ আমি ঘুরেছি
এখনো এ পথেই চলছি
শেষ আলো রেখা এখনো চোখে আসে নি
মনে হয় মাঝপথেই আছি
কূল কিনারা দেখতে পাই না
এ পথচলা শুরু করেছিলাম একলা
এখনো একাকী
মাঝে মাঝে দু-একজনা উকি দেয় মেঘলাকাশে
আবার হারিয়ে যায়
আমি আবার পথে নামি
চলতে থাকি এ পথ থেকে সে পথ
আরাঁল থেকে অনেকে আমায় দেখে
মুখ বাকিঁয়ে হাসে
মেঘলাকাশে চাঁদের মত
আমি তাদের দেখি, ভালো লাগে
তারা আমায় ভুলে যায়
আমি মনে রাখি
একদিন চলতে চলতেই পথে
আমার যবানিকাপাত হবে
সবাই আমায় ভুলে যাবে
আমি আর আমার কবিতা হারিয়ে যাব
এক বা দুইজন হয়তোবা মনে রাখবে
ইহাই হবে শেষের শুরু।

Thursday, August 27, 2015
Topic(s) of this poem: poetry
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
nafis shadhin

nafis shadhin

Dhaka, Bangladesh
Close
Error Success