Aami Babar Moton Shramik Hotey Parlum Na Poem by Malay Roychoudhury

Aami Babar Moton Shramik Hotey Parlum Na

"আমি বাবার মতন শ্রমিক হতে পারলুম না"
রাজা, নবাব, জমিদারদের পরিবারের সুন্দরীদের
পেইনটিঙ আঁকতেন দাদু আর মোটা টাকা পেতেন
বাবা তরুণীদের বিয়ের জন্য ফোটো তুলে দিতেন
রিটাচ করে সুন্দরী করে তুলতেন যাতে পাত্ররা ফোটোর প্রেমে পড়ে
যাতে মেয়েগুলোর হিল্লে হয় আর যৌতুক কম লাগে
বাবার মগজে এই তরুণীরা তেমন হেলডোল তুলতে পারতো না
অথচ আমি তরুণীদের দেখলেই চনমনে হয়ে উঠতুম
বারবার প্রেমে পড়ার রোগ ধরে গেল আমার
এক ফাঁদ থেকে বেরিয়ে আরেক ফাঁদে গিয়ে আটকে পড়তুম
বেরোবার জন্য ছটফট করতে-করতে বেরিয়ে যেতুম
আমি বাবার মতন শ্রমিক হতে পারলুম না

Thursday, January 30, 2020
Topic(s) of this poem: father and son
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success