Nobel Puroskar Poem by Malay Roychoudhury

Nobel Puroskar

নোবেল পুরস্কার
- - - - - -
ছৌটৌকাকিমা জিগ্যেস করলেন:
রবিঠাকুরের বাঁদিকে কি টিকটিকি পড়েছিল?
ব্যোমকেশ বক্সি বললেন, আজ্ঞে তা তো জানি না ।
বড়োজ্যাঠা জিগ্যেস করলেন:
রবিবাবুর সামনে দিয়ে কি হুলোবেরাল রাস্তা কেটেছিল?
পিসি মিটার ফেলুদা বললেন, আজ্ঞে তা জানি না ।
সেজোমামা জিগ্যেস করলেন:
রবীন্দ্রনাথের বাঁচোখ কি বিকেলে ফরফর করত?
কিরীটি রায় বললেন, আজ্ঞে তা জানিনা ।
পিসেমশায় জিগ্যেস করলেন:
রবীন্দ্রনাথ ঠাকুর কি প্রতিপদে বেগুনপোড়া খেতেন?
পরাশর বর্মা বললেন, আজ্ঞে তা জানিনা ।
ইমলিতলার বুডঢা বলল, 'আরে ওহি লাগি উনকর সোনা চোরি হো গেলই ।'

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success