Aami Ekti Poshu Poem by Malay Roychoudhury

Aami Ekti Poshu

আমি একটি পশু
আমাকে বুঝছেন না আপনি
তা কেন আমার দোষ হবে
হয়তো তা আপনার গুণ!
.
মানুষের মতন বাঁচতে হলে
কতোটা দুঃখের প্রকোপ
সহ্য করে যেতে হবে জানো?
.
হয়তো জানেন না আপনি
সুস্বপ্নের চেয়ে দুঃস্বপ্নকে
গোপনে ভালোবেসেছেন!
.
এও তো জানেন আপনার
জীবনের কোনও গল্প নেই
সব গল্পে আরেকজন আছে!
.
চিতায় মাকে তুলে দিয়ে
তাঁর যে নিপল পুড়ে গেল
সে কথা কি মনে এসেছিল?
.
চিতায় শবের পোড়বার
শব্দ থেকে স্বরলিপিহীন
গানগুলো ধোঁয়া হয়ে যায়!
.
যে যুবক যুবতীর মুখে
মেরেছে অ্যাসিড ছুঁড়ে, জানে
সে-ই শেষবার তার মুখশ্রী দেখেছে!
.
ম্যাক্স ব্রডকে কাফকা বলে ছিলেন
ছাপিও না সব লেখা নষ্ট করে ফেলো
ওনার কবর কেন প্রাগেতে রয়েছে?
.
প্রেমের প্রতিশব্দ আরব ভাষায় নেই
তাই ওনাদের চারজন বউ আর
বাঁদি নিয়ে সমস্যা হয়না কখনও!
.
মৃত্যুকে চেনেন? লোকটা আসলে
ভাগ্য নিয়ে ব্যবসা করে খায়
এ-বানিজ্যে মনোপলি কেবল ওনার!
.
আমার প্রেমিকা বলেছিল
স্ট্যালিন হিটলারের মতো
একনায়কের সঙ্গে শুয়ে সুখ!
.
অত্যন্ত সুন্দরী হলে তার সাথে
সঙ্গমে ভরবে না মন কোনোদিন
বহু অঙ্গ অবহেলা পাবে!
.
রাজনীতিকেরা আর ধর্মগুরুরা
অর্শের মতন বসতে দেবে না শান্তিতে
তবু বলবে অনুগত হয়ে বসে থাকো!

Thursday, January 30, 2020
Topic(s) of this poem: self discovery
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success