রিটা ও রাইফেল Poem by Afia Siddika Raisa

রিটা ও রাইফেল

রিটা ও আমার চোখের মাঝখানে
একটা রাইফেল
এবং যেই রিটাকে চেনে
নতজানু হয়ে প্রার্থনা করে
সেই মধুরঙা চোখে স্বর্গ নেমে আসুক
এবং আমি চুমো দিলাম রিটাকে
যখন সে যুবতী
এবং আমার মনে পড়ে তার কাছে আসা
এবং প্রণয়ের জটে আমার বাহু আটকে দেয়া।
এবং আমার মনে পড়ে রিটাকে,
যেভাবে একটা চড়ুই মনে রাখে ফিরতি পথ
আহ, রিটা
আমাদের মধ্যে থাকা লক্ষ চড়ুই এবং ছবি
এবং কত একসাথে হওয়া
একটা রাইফেলের গুলিতে ঝাঁঝড়া
রিটার নাম ছিলো আমার মুখের ভোজন তৃপ্তি
রিটার শরীর ছিলো আমার রক্তের উন্মত্ততা
এবং আমি রিটায় হারিয়েছিলাম দুই বছর
এবং দুই বছর সে আমার বাহুতে ঘুমিয়েছিলো
এবং আমরা কথা দিয়েছিলাম সুন্দরতম পেয়ালাগুলোর উপরে
এবং আমরা পুড়েছিলাম আমাদের ঠোঁটের মদে
এবং আমরা আবার জন্মেছিলাম
আহ, রিটা
এই রাইফেলটার আগে কী পারতো আমার চোখগুলো তোমার থেকে সরাতে
সে এক বা দুবারের তন্দ্রা বা মধুরঙা মেঘ বাদে?
একটা সময় ছিলো,
আহা, আবছা আঁধারের নীরবতা
সকালবেলা চাঁদ চলে যায় দূরে কোথাও
সেই মধুরঙা চোখের দিকে
এবং শহরটা লোপাট করে দেয় সব সুরসাধকদের
এবং রিটা
রিটা ও আমার চোখের মাঝখানে-
রাইফেল।

This is a translation of the poem Rita And The Rifle by Mahmoud Darwish
Tuesday, October 17, 2023
COMMENTS OF THE POEM
Close
Error Success