নপুংসক অমলের জাগরণ (Amal) Poem by Arun Maji

নপুংসক অমলের জাগরণ (Amal)

Rating: 5.0

এক পা এক পা করে
এগিয়ে যেতেই হয়।
কতদিন আর বাঁচার ভান করে
অর্দ্ধমৃত হয়ে বাঁচা?
কতদিন আর পুরুষ সাজে সেজে
নপুংসক হয়ে বাঁচা?

মাথার উপর শকুন।
সামনে দাঁতে শান দিতে থাকা নেকড়ে।
পিছনে স্বপ্নচারিণী প্রেমিকার
টোল ফেলা গালে
আধো আধো ডাক।
তবুও
এগিয়ে যেতেই হয়।
এক পা এক পা করে
এগিয়ে যেতেই হয়।

দেখো হে মৃত্যু, দেখো।
কোন রাজাধিরাজ, ধন বা বলশালী নই আমি
আমি এক ছাপোষা মানুষ।
তবুও- তোমাকে জয় করবো বলে,
পৌরুষত্বের আড়ালে
আমার নপুংসকতাকে জয় করবো বলে,
তোমার সাথে
কত অনায়াসে পাঞ্জা লড়ছি আমি।

© অরুণ মাজী

নপুংসক অমলের জাগরণ (Amal)
Thursday, January 17, 2019
Topic(s) of this poem: awakening,wake up,wake up call
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success