বৃক্ষ-দাবাগ্নি আর মালবিকা-অমল (Briksho Dabagni Aar Malobika Amal) Poem by Arun Maji

বৃক্ষ-দাবাগ্নি আর মালবিকা-অমল (Briksho Dabagni Aar Malobika Amal)

Rating: 5.0

তোমার আমার সম্পর্ক
ভালোবাসার নয়।
আমাদের কেমন একটা
লড়াই লড়াই ভাব।

একে অপরকে দেখলে
আমরা হুমড়ি খেয়ে পড়ি
গোঁত্তা দিয়ে মরি।

অথচ
এমনটা হওয়ার ছিলো না।
ভালোবাসা হবে বাগানের মতো সুন্দর
পাপড়ির মতো মোলায়েম
জ্যোৎস্নার মতো ফুটফুটে।
তাকেই না বলে ভালোবাসা?

কিন্তু আমি এক এঁড়ে গরু!
তোমার বাগান দেখলেই
ঝাঁপিয়ে তছনছ করতে ইচ্ছে করে।
তোমার লতা পাতা ফল মূল
মেরে মুচড়ে
এফোঁড় ওফোঁড় করতে ইচ্ছে করে।

তুমিও কি আর কম?
ঝড় হয়ে হুমড়ি খেয়ে পড়ো বুকে
আগ্নেয়গিরি হয়ে জ্বলো চোখে
বৃষ্টি হয়ে ঝরো মুখে।

তোমার আবার
এতটুকুতে চলে না।
রবিবার কেন প্রতিদিন হয় না,
সেই নিয়ে তোমার
দিনরাত গঞ্জনা!

আচ্ছা,
রবিবার কি আমার
বাপের সম্পত্তি?
পঞ্জিকাতে কি আমার
জন্মগত প্রতিপত্তি?

বয়সও তো বাড়ছে
মালবিকা!
তোমার অমল কি এখনো
ছোট খোকা আছে?

তবে কি জানো?
আমাদের এই ভালো।
তুমি ঝঞ্ঝা, আমি অগ্নি
তুমি বৃক্ষ, আমি দাবাগ্নি।

না গো না,
ভালবাসাতে আমাদের কাজ নেই।
আমাদের ঝড় অগ্নির
এই গুঁতোগুঁতিই ভালো।

© অরুণ মাজী
Painting: Richard S Johnson

বৃক্ষ-দাবাগ্নি আর মালবিকা-অমল (Briksho Dabagni Aar Malobika Amal)
Friday, September 29, 2017
Topic(s) of this poem: bangla,desire,love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success