বৃষ্টি ভেজা অষ্টমী সন্ধ্যে/Bristi Bheja Astami Sandhya Poem by Sourav Roy

বৃষ্টি ভেজা অষ্টমী সন্ধ্যে/Bristi Bheja Astami Sandhya

ভেবেছিলাম অষ্টমীর ভোর হবে তোর কন্ঠে
কিন্তু না, তুম বিনা রাত পোহাল শারদ প্রাতে।
তবুও বৃষ্টি ভেজা অষ্টমী সন্ধ্যে
যত্নে রেখেছি তোর জন্যে।

সৌরভের সকালে মানিয়েছিল তোকে ঐ শাড়ীতে
ভাবছিলাম, আমাকে কি মানাবে তোর পাশে ঐ পাঞ্জাবিতে?
তবুও বৃষ্টি ভেজা অষ্টমী সন্ধ্যে
যত্নে রেখেছি তোর জন্যে।

উপোসিত হয়ে গিয়েছিলাম মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিতে
বেশি কিছু নয় এটুকুই চেয়েছিলাম আমাকে তোর করে নিতে।
তবুও বৃষ্টি ভেজা অষ্টমী সন্ধ্যে
যত্নে রেখেছি তোর জন্যে।

তুই কি চাইতে গেছিলি? সত্যি সত্যি কি আমাকে?
জানি না, মন মানতে চায়না তাই রয়েছি ধন্দেতে;
তবুও বৃষ্টি ভেজা অষ্টমী সন্ধ্যে
যত্নে রেখেছি তোর জন্যে।

এই সুরভিত বিকেলে তোর শহর ভিজেছে আমার বৃষ্টিতে;
যাবি? করে আমার ছোট্ট তরী, যদি আসি তোকে নিতে?
বৃষ্টি ভেজা অষ্টমী সন্ধ্যে
যত্নে রেখেছি তোর জন্যে।

আমার প্রতিটা দিন ব্যালকনিতে, সমস্ত দিন তোর চিঠি হাতে
চোখটা বুজে প্রতিটা দিন, তোকে ভাবি সারা দিনটাতে।
আজ বৃষ্টি ভেজা অষ্টমী সন্ধ্যে
যত্নে রেখেছি তোর জন্যে।

ব্যার্থ নই, এখনো আনেক সময়; রাত্রিটা যে এখনো বাকি আছে
তোর একটুখানি 'হ্যাঁ'-টাতে অনেক দম: তাইতো আমি অপেক্ষাতে
যদিও বৃষ্টি ভেজা অষ্টমী সন্ধ্যে
রেখেছি পুরো দিন-রাতটা শুধু তোর জন্যে ।।

~ Sourav Roy

বৃষ্টি ভেজা অষ্টমী সন্ধ্যে/Bristi Bheja Astami Sandhya
Friday, September 29, 2017
Topic(s) of this poem: love
POET'S NOTES ABOUT THE POEM
There in Bengal, is celebrating 'Durga Puja'. It's ours, Bengali's one of the great festival. 'Astami' is the octant day of this fesvive; on that day everyone gather for offering at the foot of Devi Durga, for good by destroying evil. Everyone wore beautiful dresses, amung them girls mostly sari & boyes wore panjabi.On this day, some lover couple, also broken lover come to Devi Ma, that she take care all of us; thus from other aspects 'Astami' has a great specility. Here, it is a heart broken's talk, after breaking the broken heart dedicates this special day to beloved.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Sourav Roy

Sourav Roy

Kolkata(Gobardanga) , India
Close
Error Success