Bulle Shah: Bulla Ki Jaana Main Kaun Poem by Malay Roy Choudhury

Bulle Shah: Bulla Ki Jaana Main Kaun

বুল্লা আমি জানি না আমি কে
বুল্লা আমি জানি না আমি কে
আমি মসজিদে বিশ্বাস করি না
আমি কাফেরদের রীতিতে বিশ্বাস করি না
আমি শুদ্ধ নই অশুদ্ধও নই
আমি বেদ বা বইতে নেই
আমি ভাঙ আর মদে নেই
আমি হারিয়ে যাইনি অসৎ হইনি
আমি বন্ধনে নেই দুঃখে নেই
আমি বিশুদ্ধে পালিত নই
আমি জলের নই মাটির নই
আমি আগুন নইবাতাসও নই
বুল্লা আমি জানি না আমি কে
আমি আরবের নই লাহোরের নই
আমি হিন্দিভাষী নাগোর শহরের নই
আমি হিন্দু নই পেশোয়ারি তুর্কি নই
আমি ধর্মের বিভেদ গড়ে তুলিনি
আমি আদম-ইভ গড়ে তুলিনি
আমি নিজের কোনো নাম দিইনি
আদি বা অন্ত আমি কেবল নিজেকে জানি
আমি আরেকজন কাউকে চিনি না
আমার চেয়ে জ্ঞানী কেউ নেই
এই বুল্লে শাহ লোকটা কে
বুল্লা আমি জানি না আমি কে
বুল্লা আমি জানি না আমি কে
আমি মোজেস নই ফ্যারাওও নই
আমি আগুন নই বাতাসও নই
আমি অশিক্ষিতদের মাঝে থাকি না
কে এই বুল্লে শাহ, দাঁড়িয়ে রয়েছে?
বুল্লা আমি জানি না আমি কে
বুল্লা আমি জানি না আমি কে

Friday, August 21, 2020
Topic(s) of this poem: self discovery
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success