ছুঁয়ে দিলেই শেষ (Chhunye Dilei Shesh) Poem by Arun Maji

ছুঁয়ে দিলেই শেষ (Chhunye Dilei Shesh)

ছুঁয়ে দিলেই শেষ।

মালবিকার পাহাড়
চড়বো চড়বো বলে
বুক ভরা উৎকণ্ঠাই পরম আনন্দের।
একবার চড়ে ফেললেই
শেষ। সব শেষ।

অজানার মাঝে রহস্য।
রহস্যের মাঝে রোমাঞ্চ।
রোমাঞ্চের মাঝে সৌন্দর্য্য।
সৌন্দর্য্যের মাঝে বাঁচার আনন্দ।

অজানার গর্ভেই
যদি বাঁচার আনন্দ;
তবে হে পথিক
অজানা যাত্রায় এতো কুন্ঠা কেন?
ভয় কেন?

না হারালে
নিজেকে খুঁজে পাবে কেমন করে?

© অরুণ মাজী
Painting: John Willaim Godwrad

ছুঁয়ে দিলেই শেষ (Chhunye Dilei Shesh)
Thursday, March 29, 2018
Topic(s) of this poem: beauty,lost,mystery,search,unknown
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success