কুকুর থেকে নয়, পন্ডিত থেকে সাবধান! (Essay) Poem by Arun Maji

কুকুর থেকে নয়, পন্ডিত থেকে সাবধান! (Essay)

পন্ডিতদের কথা শুনবে তো জীবনে আর কোন বড় কাজই করতে পারবে না। কোন বড় কাজ করতে গেলে, কত সহস্র ভয় আর বাধা, তার ইতিহাস ভূগোল বিজ্ঞান আর দর্শন সবই তারা শুনিয়ে দেবে। কিন্তু কাজটা কিভাবে করতে হবে, তা তারা কখনো বলতে পারবে না।

পন্ডিতদের পরামর্শের মতো জঞ্জাল আর ধ্বংসাত্মক, এই পৃথিবীতে আর কিছু নেই। আজকের শিক্ষিত পন্ডিতরা, এই পৃথিবীর মস্ত বড় অভিশাপ। মানুষকে কিভাবে ভীরু আর কাপুরুষ করতে হয়, তা তাদের নখদর্পণে।

কোন বড় কাজ যদি করতে হয়, সোজা ঝাঁপিয়ে পড়ো। বুকে বল রাখো, হৃদয়ে ত্যাগ রাখো, মনে সংকল্প রাখো। যা কিছু জানো না- তোমার যাত্রাপথে তা তুমি শিখবে। সাঁতার শিখতে হলে, আগে নদীতে ঝাঁপাও। তারপর এলোমেলো ভাবেই হাত পা নাড়তে থাকো। দেখবে- একদিন সাঁতারের আসল কায়দা তুমি ঠিক রপ্ত করে ফেলেছো।

পন্ডিতদেরকে যদি জিজ্ঞেস করো, তারা তোমাকে শোনাবে- নদীতে কতগুলো কুমীর আছে, কে কবে নদীতে ডুবে মরেছে, নদীর জল কতটা বিষাক্ত, নদীর স্রোত কতটা চড়া ইত্যাদি। পন্ডিতের কথা শুনবে, তো তোমার সাঁতার কাটা কখনো হবে না।

তাই আমি বলি- কুকুর থেকে নয়, পন্ডিত থেকে সাবধান!

© অরুণ মাজী

কুকুর থেকে নয়, পন্ডিত থেকে সাবধান! (Essay)
Friday, November 17, 2017
Topic(s) of this poem: bangla,courage
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success