মিলি সমতায় Poem by Fahim Shahriar

মিলি সমতায়

নারী, তুমি সমতার কথা বলো!
তবে কেনো আজও কোটা চাও?
বিশেষ সুবিধায় আজও কেনো চাকরী পাও?

নারী, তুমি সমতার কথা বলো
তবু কেনো আজও সংরক্ষিত আসনে সংসদে বসো
নয় কি তা তোমার অপমান?
যদি হও তুমি আমার সমান!

তুমি আলো, মায়া, মমতা, দীপ্তিমান
ফিরে দেখো জমেছে শত অভিমান।

নারী, তুমি সমতার কথা বলো
তবু কেনো বেকার আমাকে দূরে ঠ্যালো?
তোমার মতো লাখো বেকার নারী,
আছে বসে লাখো পুরুষের বাড়ি!
দিচ্ছে কি তারা ফিরিয়ে,
তুমি কেনো যাও আমাকে মাড়িয়ে?

আমরাও তাই,
মিলি সমতায়।
দরকার কি এত ভিন্নতায়?

চলো হই সমানে সমান,
সমান সম্মান, শূন্য অভিমান!

চলো যাই, মিলে যাই
মিলি সবে সমতায়!

২৭ ডিসেম্বর ২০২২

POET'S NOTES ABOUT THE POEM
নারী অথবা পুরুষ নয়, সকলকে মানুষ ভেবে সমান অধিকারের জন্য রচিত যার প্রেক্ষাপট 'বাংলাদেশ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২' থেকে নেওয়া।
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success