নারীর নিষিদ্ধ নদী (১ম খন্ড)(Forbidden River Of Woman) Poem by Arun Maji

নারীর নিষিদ্ধ নদী (১ম খন্ড)(Forbidden River Of Woman)

জ্বলবো জেনেও ​তবু সখী
আগুন নিয়ে খেলি।
​অগ্নি বুকের ​অঙ্কে তোমার ​
​​বাসর গড়ে ফেলি।

প্রণয় বাসর নকল গড়
চোরা বালির মত।
রাঙা স্বপ্ন আঁকে দুঃস্বপ্ন
ঝরে তারা যত।

মরবো জেনেও তবু সখী
স্বপ্ন ​বুকে আঁকি।
জবা ঠোঁটের ভাঁজে তোমার
সুখ আছে ঢাকি।

সুখের ছায়া মিথ্যে মায়া
স্বপ্নলোকের মত।
হৃদের আশা আনে হতাশা
মরে তারা যত।

© অরুণ মাজী
Painting: Eugene De Blaas

নারীর নিষিদ্ধ নদী (১ম খন্ড)(Forbidden River Of Woman)
Sunday, March 25, 2018
Topic(s) of this poem: desire,hurt,love,lust,mystery,woman
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success