জীবনে যন্ত্রণা মুক্তির রহস্য (How To Conquer Sufferings) Poem by Arun Maji

জীবনে যন্ত্রণা মুক্তির রহস্য (How To Conquer Sufferings)

Rating: 5.0

যন্ত্রণা আরও গাঢ় হয়
তাকে যদি তুমি
খাঁচায় বন্দী করে রাখো।

তোমরা কি জানো-
যন্ত্রণারও একটা জীবন আছে?
সেও
ডানা মেলে আকাশে উড়তে চায়!
খোলা মাঠে খালি গায়ে বাঁশি বাজাতে চায়!

যন্ত্রণাকে যদি তুমি বন্দী করে রাখো,
সে তোমাকে
প্রতিনিয়ত আহত করবেই।

যন্ত্রণাকে মুক্তি দাও।
তাকে ভালোবেসে মুক্তি দাও।

কবিতা কি? সংগীত কি?
পেন্টিং কি?

বলো তো-
কোন গান তোমরা বেশি ভালোবাসো?
যে গান
তোমার স্মৃতির পাতা থেকে
তোমার প্রেয়সীর হাসি তুলে আনে
তার অভিমানের রঙ তুলে আনে।

কেন এমন হয়?
যা কিছু তোমার হৃদয়ে
প্রতিধ্বনি জাগায়,
তাদেরই তুমি বেশি ভালোবাসো।

ধরো
তুমি 'পুরানো সেই দিনের কথা'
গানটা শুনলে।
তো তোমার
ছেলেবেলার বন্ধুদের কথা মনে পড়লো।
সেই জন্যই
এই গানটা তোমার প্রিয়।
তাই না?

ভালো কবিতা, ভালো সংগীত-
ইত্যাদির অদ্ভুত এক ক্ষমতা আছে।
তারা তোমার ভেতরে বন্দী থাকা
সুখ দুঃখ যন্ত্রণা ইত্যাদিকে মুক্তি দেয়।
এজন্যই
ভালো কবিতা সংগীত পেন্টিং ইত্যাদি
মানুষের যন্ত্রণার নিরাময় আনে।

যন্ত্রণা তোমার সবসময়ই থাকবে।
কিন্তু সেই যন্ত্রণার আঁচড়কে
নিশ্চিৎ ভাবে ভোঁতা করে দেওয়া যায়।

তোমরা জানো
অরুণ মাজী তোমাদেরকে বারবার বলে-
মানুষের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ
মঙ্গল গ্রহ বিজয় নয়,
ক্যান্সার রোগের প্রতিকার আবিষ্কার নয়।
মানুষের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ
তার হৃদয়ের মধ্যে অবিরাম ঘটতে থাকা
নিষ্ঠুর সব সংঘাত।
সেই সংঘাত মানুষকে
প্রতি মুহূর্তে, রগড়ে রগড়ে যন্ত্রণা দেয়।

তাই যা কিছু
মানুষের সংঘাত যন্ত্রণার উপশম ঘটায়,
সে সব কিছুই
মানুষের জীবনের অমূল্য সম্পদ।

তাই তোমরা যারা ভাবো
কবিতা সংগীত কেবল সময় নষ্ট,
তারা জীবনকে ভালো করে দেখতে শিখো।

তোমরা জানো-
আমি লেখক হতে লেখা লিখি না
আমি কবিতা লিখতে, কবিতা লিখি না।
আমি মানুষকে তার যন্ত্রণার নিবারণে
একটু পথ দেখাতে চাই।
তাই তোমরা দেখো-
আমার সব লেখাই
মানুষের অনুভূতি নিয়ে,
মানুষের যন্ত্রণা নিয়ে।

তোমরা আজ থেকেই
কবিতা পড়া, কবিতা লেখা
গান শোনা, গান গাওয়া
ইত্যাদির অভ্যাস করো।

দেখবে-
যন্ত্রণা অনেক সহনীয় হয়ে গেছে।

© অরুণ মাজী
Painting: Richard S Johnson

জীবনে যন্ত্রণা মুক্তির রহস্য (How To Conquer Sufferings)
Thursday, October 19, 2017
Topic(s) of this poem: happiness,joy,life and death,pain,peace,suffering
COMMENTS OF THE POEM
Pallab Chaudhury 19 October 2017

জীবন, কলা ও সাহিত্য একত্রে... মুগ্ধকর লেখা । অনেক শুভেচ্ছা কবিকে ।

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success