Hurricane Irene And The Love Affairs Poem by Mohammad Sohrab Aziz

Mohammad Sohrab Aziz

Mohammad Sohrab Aziz

Char Kakra, Companigonj, Noakhali, Bangladesh

Hurricane Irene And The Love Affairs

আইরিন তুমি কেমন আছো?
তোমার চোখে এত জল কিসের?
তোমার হাতে হারিকেন আছে নাকি?
তুমি কি চোখে দেখতে পাওনা?  
তোমার কান্নায় এত নোনাজল কিসের?
তোমার এত দু: খ  কেন?
তোমার প্রিয়তমের বিরহে নাকি?
নাকি তোমার বুকের মানিক 
নাড়িছেঁড়া ধনের অকাল প্রয়াণে?
উন্মাদিনী আইরিন তোমার বেদনায় স্থলভাগের জনগনেরও কষ্ট হচ্ছে/
তোমাকে কোনদিন দেখিনি এখন অনুভব করছি 
তুমি কি ধ্বংসের বীণা বাজাবে শুধু?
নাকি প্রেমের বন্যাও বয়ে  দিবে আমাদের চারণভূমিতে!
তোমার ভীষণভারী নি: শ্বাসের তোপে গাছেরাও ঢুলছে ডানে বামে 
আর মানুষেরা কাতরাচ্ছে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে  দাঁড়িয়ে
আইরিন আমি তোমার বেদনার তান্ডবলীলার প্রত্যক্ষ সাক্ষী এখন 
তোমার চোখের জল মুছে দেব অতি কোমল হাতে প্রেমিকের মতন/

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Mohammad Sohrab Aziz

Mohammad Sohrab Aziz

Char Kakra, Companigonj, Noakhali, Bangladesh
Close
Error Success