Armageddon In A New World Order Poem by Mohammad Sohrab Aziz

Mohammad Sohrab Aziz

Mohammad Sohrab Aziz

Char Kakra, Companigonj, Noakhali, Bangladesh

Armageddon In A New World Order

আমেরিকার জনগনের নাটকীয় প্রতিবাদ 

মোহাম্মদ সোহরাব আজিজ 

নিউট গিংরিচের 'আর্মাগেদন' বাজছে ঢাকঢোলের তালে তালে
মরমন রমনির টাকশাল যন্ত্র ঝংকার তুলছে আড়ালে আবডালে
এই যুদ্ধের শেষ কোথায়?
প্রসুতির ডাক্তার রন পল স্বাধীনতার গান গায়
ওলে ওলে
আমেরিকা ওলে ওলে/

#

'কিছু কিছু কাপুরুষ বারবার মরে,
আর বীর পুরুষ বারবার জন্ম গ্রহণ করে/'
কুমতলব্বাজ ধান্ধাবাজ আজ আমার কবিতার গায়ে আঁচড় কেটেছে/
কবিতার নারীত্ব হরণ করার লিপ্সায় মদমত্ত হয়েছে/

#
একুশ আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে
সালাম বরকত রফিক জব্বার 
বুকের তাজা রক্ত ঢেলে 
বাংলা মায়ের নাম লিখে গেছে 
এই অভাগা দেশটিকে 
নশ্বর জীবনের চেয়েও অধিক ভালোবেসে/
#

নেকমরদ সৈয়দ নাসিরুদ্দিন আউলিয়া 
নেকবাবা 
আমাদের প্রিয় প্রবাদ পুরুষ হাজার বছরের পুণ্যবান 
নেকবাবা/
#
পাবনী আমার মানস সৃষ্টি 
আমার দৃষ্টি পাবনীরই দৃষ্টি/

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Mohammad Sohrab Aziz

Mohammad Sohrab Aziz

Char Kakra, Companigonj, Noakhali, Bangladesh
Close
Error Success