কিছু একটা দিও (Kichhu Ekta Dio) Poem by Arun Maji

কিছু একটা দিও (Kichhu Ekta Dio)

Rating: 5.0

ভালোবেসে ভালোবাসবে না জানি।
তবে​ না হয়
ঘৃণা করে ভালোবেসো।

মনে করতে মনে করবে না জানি।
তবে​ না হয়
​আনমনেই মনে করো।

​দুরুদুরু বুকে অপেক্ষা করবে না জানি।
তবে​ না হয়
নির্লিপ্ত আলস্যে​ই অপেক্ষা করো।

তবুও করো। কিছু একটা করো।
আমার জন্য কিছু একটা করো।

আড়চোখে না হয় পাখিই দেখো।
পাখির পিছনে লুকিয়ে ​ভাববো
তুমি ​কেবলআমাকেই দেখো।

​তোমার ​কোমল হাতে না হয়
ফুলই ছুঁয়ো।
​পুষ্প স্পর্শে তোমার স্পর্শ ​মেখে
ভাববো-
তুমি​ না হয় আমাকেই ছুঁয়েছো।

তবুও ​ছুঁয়ো। ​একটু অন্তত ছুঁয়ো।
​নরম গরম বুক দিয়ে
কোমল করে একটু ছুঁয়ো। ​
বুকে আমার দামামা বাজিয়ে
​ঘষে ঘষে একটু ছুঁয়ো। ​

সখী গো
তোমাকে দেখেই ​তো সদানন্দ আমি। ​
​তাই না হয় একটু দেখতেই দিও।
​প্রকাশ্যে বা লুকিয়ে লুকিয়ে
কোন না কোন ভাবে দেখতে দিও।​

প্রকাশ্যে যদি লজ্জা তোমার
​তবে ​লুকিয়ে লুকিয়ে​ ​দেখতে দিও।
আমাকে ছুঁতে যদি কার্পণ্য তোমার
তবে তোমার ​স্পর্শ ধন্য
ফুলকেই ​একটু ​ছুঁতে দিও।

তবুও দিও। তোমার কিছু একটা দিও।
তোমার শস্যক্ষেতের একটু স্পর্শ দিও
বাগানের একটু সুগন্ধ দিও। মেঘের একটু বৃষ্টি দিও।
রাতের একটু জ্যোৎস্না দিও। নদীর একটু কলরব দিও।

​​তবুও দিও। তোমার কিছু একটা দিও।

© অরুণ মাজী
Painting: Morteza Katouzia

কিছু একটা দিও (Kichhu Ekta Dio)
Monday, October 16, 2017
Topic(s) of this poem: bangla,desire,love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success