Letter Study Poem by Prativa Dey

Letter Study

চেতনা
***প্রতিভা দে।৩১/৮/১৯//
বিশ্ব চেতনায় শিষ্য হয়েছি
নাই আপণ পর
সকলের সাথে এক হয়েছি ব্যাথায় বেঁধেছি ঘর,
চাই শুধু মানব কল্যাণ
না থাকুক ঘর দালান,
মাটির ঘর মাটিতে মেশে
সেটাই তো হয় শেষে
মহাকালের কাছে সবাই
সমান
কারো থাকেনা কোন মান
ধন, বিদ্যা নিয়ে লড়াই
যতই করো রোজ বড়াই,
সব যাবে এক নিমেষে
মহাকাল যদি নিতে আসে,
তাই কর কর সবে সেই কাজ
মানব জনমের থাকে যেন
লাজ,
আনন্দ ফুর্তি সব দিয়েছেন
তেমনি দিয়ে যুক্তি মুক্তি
চেয়েছেন,
নিজের স্বরূপ নিজে টেনেছেন
যাই দিয়ে হোক মানুষ গড়েছেন,
সকল অঙ্গ, সকল সত্বা
তার দেওয়া ফিরিয়ে নেওয়া,
কালের কাছে জবাব দেওয়া।



+++++++++





#Auther; Prativa Dey🖍️✏️🖍️🅰️🆎🆎🆎✒️✒️✒️✒️
# poem, : অক্ষর জ্ঞান🐂🐯📚📚📚📚📚📑📔📙📘📗📕📙📚
****(প্রতিভা দে, / Date- ৮/৯/১৯//
অক্ষর এমন চিহ্ন যা
অন্যের ভাব আর নিজের ভাব বিনিময়ে র মাধ্যম,
তাইতো স্বাক্ষর, অক্ষর শেখ।
পড়তে পার।
শব্দ জব্দ অক্ষরে।
অক্ষর সৃষ্টি করে শব্দরে।
শব্দ ই ধ্বনি।
ধ্বনি ই বাণী,
বানী ই কথা,
বলতে লাগে অক্ষর যথা,
মানুষ যখন জন্মে ছিল,
শব্দ কোথায় পেল?
প্রকৃতির আওয়াজ থেকে,
নদী থেকে, জল থেকে
সমুদ্র থেকে,
পশু পাখি থেকে।
বাতাস থেকে।
সেই শব্দ রূপ পেল
অক্ষরে।
অক্ষর এল কি ভাবে।
হাতের নানা আকার থেকে।
গলা থেকে যে যে শব্দ
বেরুল তার রূপ পেল অক্ষরে।
অক্ষর হলো শব্দ
মনের ভাব কে করলো
জব্দ।

তাই চাই অক্ষর জ্ঞান
যদি যেতে চাও
নিজেকে প্রকাশের দিকে।
ব ই রাখে ধরে জ্ঞান,
ভাষা, অঙ্কের নিয়ম।
সংখ্যা শেখা এমনই করে কেউ আরম্ভ করে ছিল দাগ কেটে।
তার পর একটি আঙুল দেখিয় এক।
এক রূপ নিল তেমনই।
অক্ষর নেই ভাষা নেই,
ভাষা নেই জ্ঞান নেই।
তাই প্রকৃত মানুষ হতে
হলে অক্ষর জ্ঞান,
বর্তমানে অক্ষর জ্ঞান
ছাড়া চলেনা
হিসাব রাখতে, কাগজের লেখা বুঝতে।
বেংকের কাজ করতে।
একেবারে যাহাদের
সব্জি ব্যাবসা তাদের ও প্রয়োজন।

Sunday, September 8, 2019
Topic(s) of this poem: poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Prativa Dey

Prativa Dey

Lindungi, India.
Close
Error Success