নীল আকাশ Poem by Prativa Dey

নীল আকাশ

চেতনা
***প্রতিভা দে।৩১/৮/১৯//
বিশ্ব চেতনায় শিষ্য হয়েছি
নাই আপণ পর
সকলের সাথে এক হয়েছি ব্যাথায় বেঁধেছি ঘর,
চাই শুধু মানব কল্যাণ
না থাকুক ঘর দালান,
মাটির ঘর মাটিতে মেশে
সেটাই তো হয় শেষে
মহাকালের কাছে সবাই
সমান
কারো থাকেনা কোন মান
ধন, বিদ্যা নিয়ে লড়াই
যতই করো রোজ বড়াই,
সব যাবে এক নিমেষে
মহাকাল যদি নিতে আসে,
তাই কর কর সবে সেই কাজ
মানব জনমের থাকে যেন
লাজ,
আনন্দ ফুর্তি সব দিয়েছেন
তেমনি দিয়ে যুক্তি মুক্তি
চেয়েছেন,
নিজের স্বরূপ নিজে টেনেছেন
যাই দিয়ে হোক মানুষ গড়েছেন,
সকল অঙ্গ, সকল সত্বা
তার দেওয়া ফিরিয়ে নেওয়া,
কালের কাছে জবাব দেওয়া।



+++++++++
নীল আকাশ
^^^^^^প্রতিভাদে।২/৯/১৯//
নীল আকাশ
স্তব্ধ বাসাত,
চারিদিকে শুধু হায় হুতাশ,
বাংলা জুড়ে হেংলা সবে,
এই পরিস্থিতি শুধ রাবে কবে,
রাস্তায় প্রতিদিন খুন হবে,
আর দলের নামে ব্যক্তি
বিশেষে আতঙ্ক বাদী চেহারা বেরুবে,
গায়ের জোরে আর কতকাল শাসন হবে,
বুঝিয়ে বলা বুঝিয়ে দেওয়া
কাজ দেখিয়ে মন যোগিয়ে
ন্যায় দন্ড হাতে নিয়ে
সত্য পথ যে ধরে
তাকে যারা না মানতে চায়
গায়ের জোরে,
একদিন তারা সেই রাস্তা
ধরে চলে।

Monday, September 2, 2019
Topic(s) of this poem: poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Prativa Dey

Prativa Dey

Lindungi, India.
Close
Error Success